থানচি বাজারে আগুন, পুড়ে গেছে ৩০০ দোকান
২৭ এপ্রিল ২০২০ ১২:১১
বান্দরবান: থানচিতে আগুন লেগে পুরো বাজার পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় বাজারের প্রায় তিনশতাধিক দোকান ও কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সোমবার (২৭ এপ্রিল) ভোর আনুমানিক ৫ টার দিকে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে হঠাৎ করে বাজারের মধ্যে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পুরো বাজার মূহুর্তেই জ্বলে ছাই হয়ে যায়। বাজারের মুদি দোকান, কম্পিউটারের দোকানসহ প্রায় ৩০০ দোকান ও আশপাশের কয়েকটি বসতবাড়ি ওই আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। থানচি স্কুলের সামনে একটি দোকানের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ারসার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ভুক্তভোগী স্থানীয় সাংবাদিক ও কম্পিউটার দোকানের মালিক অনুপম মারমা সারাবাংলাকে বলেন, ভোর রাতে মসজিদের মাইক থেকে আগুনের খবর জানতে পারি। পরে তাৎক্ষণিক ছুটে এসে দেখি আমার কম্পিউটারের দোকান পুড়ে গেছে। আমার দোকানে সবমিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, বাজারের প্রায় তিনশতাধিক দোকান পুড়েছে এবং এর ক্ষতির পরিমান প্রায় ১০কোটি টাকারও বেশি হবে। তবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
এ ব্যাপারে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কামাল হোসেন সারাবাংলাকে বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে সেখানে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ, কয়টি দোকান ও বসতবাড়ি পুড়েছে এবং ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।