ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইতোমধ্যেই যারা বিসিএস পরীক্ষা দিয়ে রয়ে গেছে তাদেরকে আমরা নিচ্ছি এবং ৬ হাজার নার্সও নিয়োগ দেব। এমন একটা প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এটা আমি নিজে বসে মিটিং করে সব ঠিকঠাক করে দিয়েছি। এছাড়া আমরা অতিরিক্ত ২ হাজার ডাক্তারও খুব দ্রুত নিয়োগ দিচ্ছি। বিশেষকরে করোনাভাইরাসের চিকিৎসার জন্য তাদেরকে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হবে।’
সোমবার (২৭ এপ্রিল) গণভবনে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ তথ্য জানান।
করোনাভাইরাসের প্রাদুভাব মোকাবিলায় সমন্বয় তদারকির অংশ হিসাবে ভিডিও কনফারেন্সে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত হয়ে তিনি একথা বলেন।
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা প্রশাসকদের কার্যালয়ে সংযুক্ত হয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে বিভিন্ন বিভাগে জেলাভিত্তিক ভিডিও কনফারেন্স করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যে, আমরা কিন্তু এই স্বাস্থ্যসেবার দিকে আরও বিশেষ করে দৃষ্টি দিচ্ছি। আমরা প্রায় প্রত্যেক জেলায় কোনো একটা ভালো হাসপাতাল, সেখানে আমরা আইসিইউ ব্যবস্থা করবো। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং পর্যায়ক্রমে সব জেলায় করে দেব। আর করোনাভাইরাসের চিকিৎসার জন্য বিশেষভাবে আমরা প্রায় ২ হাজার ডাক্তার নতুন নিয়োগ দেবো।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অতিরিক্ত ২ হাজার ডাক্তার এবং ৬ হাজার নার্সকে আমরা খুব দ্রুত নিয়োগ দিয়ে এই রোগের, বিশেষ করে করোনাভাইরাসের জন্য তাদেরকে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। বিদেশ থেকে লোক এনেও আমরা ট্রেনিং করাবো। সেই ট্রেনিং করে তারা এই চিকিৎসাটা দেবে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি।’
তিনি বলেন, ‘আর আইসিইউ পরিচালনা করার জন্য স্পেশাল ট্রেনিং দেওয়া হবে এবং সেটা ৬৪ জেলায় করে দেবো পর্যায়ক্রমিকভাবে। যাতে কোনো জায়গায় মানুষ চিকিৎসার জন্য অসুবিধা না হয়।
গণভবন প্রান্তে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউস। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।