করোনার মধ্যে শ্রমিক ছাঁটাই, পোশাক কারখানার সামনে বিক্ষোভ
২৭ এপ্রিল ২০২০ ১৮:০০
চট্টগ্রাম ব্যুরো: নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছাঁটাইকে কেন্দ্র করে চট্টগ্রামের একটি পোশাক কারখানার কর্মীরা বিক্ষোভ করেছেন। পরে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেন।
সোমবার (২৭ এপ্রিল) সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকায় জে কে শার্ট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।
নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার সারাবাংলাকে বলেন, ‘গত (মার্চ) মাসের বেতন পরিশোধ করে কারখানাটিতে প্রায় ৩০০ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। কারখানাটিতে দেড় হাজারের মতো শ্রমিক আছে। রোববার থেকে কারখানাটি সীমিত পরিসরে কিছু শ্রমিক দিয়ে চালু করা হয়েছে। খবর পেয়ে চাকুরিচ্যুত শ্রমিকরা কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেন।’
বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রম অধিদপ্তরে গিয়ে অভিযোগ জানাতে বলে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।