Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮০ টাকার আদা ২৫০ টাকায় বিক্রি, ৪ আড়তকে জরিমানা


২৭ এপ্রিল ২০২০ ১৯:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে বাড়তি দামে আদা বিক্রি বিরুদ্ধে ফের অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৮০ টাকায় প্রতিকেজি আদা কিনে পাইকারিতে ২৫০ টাকায় বিক্রির দায়ে চারটি আড়তকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পান-সুপারির একটি গুদাম থেকে ১২ মেট্রিকটন আদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। অভিযানে সেনাবাহিনীর টিম এবং সিএমপি সদস্যরা ছিলেন।

বিজ্ঞাপন

অভিযানে খাতুনগঞ্জের নিউ শাহ আমানত ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মজুদ করা ৮৮ বস্তায় ১২ টন আদা একটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, প্রতিষ্ঠানটি ২১ এপ্রিল মায়ানমার থেকে ৮৫ টাকা কেজিদরে আদা আমদানি করে। সেই আদা গত একসপ্তাহ ধরে প্রতিকেজি প্রথমে ২২০ টাকায় এবং সম্প্রতি ২৫০ টাকায় বিক্রি করেছে। পান-সুপারির ‍গুদামে আমদানি করা আদা লুকিয়ে রেখে তারা বাজারে কৃত্রিম সংকটও তৈরি করেছে।

মজুদদারি এবং বাড়তি দামে আদা বিক্রির দায়ে শাহ আমানত ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মজুদ করা আদা গুদাম থেকে বের করে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি করা হয়েছে।

এদিকে খাতুনগঞ্জের একতা ট্রেডার্স, শাহাদাত ট্রেডার্স এবং মাবুদ খান সওদাগরের আড়তেও অভিযান চালানো হয়। সেখানে প্রতিকেজি আদা ৮০ টাকা থেকে সর্বোচ্চ ৯০ টাকায় আমদানির প্রমাণ পান জেলা প্রশাসনের কর্মকর্তারা। আবার সেই আদা প্রতিকেজি ২৩০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রিরও প্রমাণ পেয়েছেন তারা। একতা ট্রেডার্স ও শাহাদাত ট্রেডার্সকে ৫০ হাজার করে ১ লাখ এবং মাবুদ খান সওদাগরকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ‘আড়তদারদের সঙ্গে কথা বলে খাতুনগঞ্জের আমির মার্কেটের মেসার্স আজাদ সিন্ডিকেট আদার মূল্য বাড়ানোর তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি বন্ধ করে সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া হয়েছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আদা বেশি দামে বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর