Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কেট ও দোকান খোলার অনুমতি চেয়ে মালিকদের চিঠি


২৮ এপ্রিল ২০২০ ০০:০৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০০:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী ১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র, খুচরা ও পাইকারি মার্কেট এবং দোকান খোলার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সোমবার (২৭ এপ্রিল) এই অনুমতি চেয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

চিঠিতে বলা হয়েছে, ২৬ তারিখ থেকে গার্মেন্টস খুলতে শুরু করেছে। শ্রমিকরাও দলে দলে আসতে শুরু করেছে। এরই মধ্যে বৃহত্তর পাইকারি মার্কেট নরসিংদী বাবুর হাট খুলে দেওয়া হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে ১ মে থেকে (সকাল ১০টা হতে বিকেল ৪টা) স্বাস্থ্যবিধি মেনে দোকান পাট খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছে।

এদিকে একইদিনে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্কেট ও বাণিজ্য বিতান খুলে দেওয়ার দাবি জানান সংগঠনটির সভাপতি তৌফিক হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে স্বল্প সময়ের জন্যে হলেও সরকারি সব নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে সব মার্কেট, বাণিজ্য বিতান ও দোকান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

খুলে দেওয়ার দাবি মার্কেট ও দোকান