Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরের ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা


২৮ এপ্রিল ২০২০ ০১:১০

ঢাকা: ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে শরীয়তপুরের এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ( ২৭ এপ্রিল) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, ‘দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে ফরিদপুর সজেকায় মামলাটি দায়ের করেন। মামলায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন, একই ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মোফাচ্ছেল বেপারী ও ৯ নং ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে আসামি করা হয়েছে।’

এদিকে মামলার অভিযোগে বলা হয়, আসামিগণ পরস্পর যোগসাজশে কুচাইপট্টি ইউনিয়নের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারী মৎসজীবীদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার আশ্রয় গ্রহণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের সর্বমোট ১ হাজার ৫শ ৯০ কেজি ভিজিএফ’র চাল আত্মসাৎ করেন।

ইউপি চেয়ারম্যান দুদক দুর্নীতি দমন কমিশন শরীয়তপুর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর