Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণার অভিযোগে ‘টেরট বাবা’ খ্যাত রাদবি গ্রেফতার


২ মার্চ ২০১৮ ২১:২৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রতারণার অ‌ভিযো‌গে ‘টেরট বাবা’ খ্যাত এম এম জাহাঙ্গীর রেজা রাদবিকে (৩০) গ্রেফতার ক‌রে‌ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থে‌কে টেরট কার্ড,  ২২টি কথিত মুক্তা, ২৮টি ধূপ, দু’টি ইস্তাম্বুলের কথিত আতর, পড়া পানির বোতল, ৩টি মোবাইল সেট, দু’টি সিপিইউ ও একটি ক্যামেরা জব্দ করা হয়।  তার বিরুদ্ধে ফেসবুকে টেরট কার্ড রিডিং করে মানুষের ভবিষ্যৎ বলে দেওয়ার কথা ব‌লে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

রাজধানীর মা‌লিবা‌গে সিআইডি কার্যাল‌য়ে শুক্রবার দুপু‌রে এক সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ্য জানান সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

মোল্যা নজরুল ইসলাম বলেন, “রাদবির www.daartarot.com নামে একটি ওয়েব সাইট ও ‘টি টেরোট কার্ড কন্সালটেন্সি ফার্ম’ আছে।  যা সরকারি অনুমোদিত বলেও দাবি করেন তিনি। কিন্তু তা সত্য নয়।”

পুলিশ সুপার আরও বলেন, “২০১৬ সালের অক্টোবরের দিকে একটি রেডিও অনুষ্ঠানে আলোচনায় আসে রাদবি। ওই অনুষ্ঠানে মানুষের নানাবিধ সমস্যার সমাধান দিতেন তিনি। অনেকেই অনুষ্ঠানে অংশ নিতেন। অংশগ্রহণকারীদের ফোন নাম্বার পেয়ে যেতেন রাদবি। এরপর ফেসবুকে নাম্বার সার্চ দিয়ে ওই ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতেন তিনি। সেই তথ্যানুযায়ী রাদবি অনেকের অনেক তথ্য বলে দিতে পারতেন।”

নজরুল ইসলাম বলেন, “সমস্যার সমাধান দেওয়াসহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দেওয়াকে সত্য ভেবে সাধারণ মানুষ তার ভক্ত হতে শুরু করে। ফেসবুকে তার এক লাখেরও বেশি ফ্যান রয়েছে। ইউটিউব ও ফেসবুক লাইভে বিভিন্ন ম্যাজিক ট্রিক যেমন- হাত দিয়ে জিন ধরতে পারা, ব্রেইন দিয়ে লাইট জ্বালাতে পারা, খালি হাতে মোমবাতি জ্বালানো ইত্যাদি প্রদর্শন করে নিজেকে ‘বিশেষ ক্ষমতার অধিকারী’ হিসেবে জাহির করতেন রাদবি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তার টেরেট কার্ড কন্সালটেন্সি ফার্মে দুই ঘণ্টা সময় থাকতে হলে মোবাইলে অগ্রিম ২০ হাজার পাঁচ শ’ পাঠিয়ে দিতে  হতো। লটারি জিতিয়ে দিতে পারেন, ক্যান্সার ও প্যারালাইসিস রোগীকে ভালো করে দিতে পারেন এমন বড় ধরনের মিথ্যা কথা বলেও প্রচুর টাকা হাতিয়ে নিতেন রাদবি।’

পুলিশ সুপার বলেন, ‘২০১৬ সালের ৬ এপ্রিল স্বপ্নে কিছু মুক্তা পাওয়ার দাবি করেন রাদবি। যা রেডিওতে প্রচার করা হয়। গত মাস ছয়েক আগে রেডিও কর্তৃপক্ষ রাদবিকে চাকরিচ্যুত করে। প্রতা‌রিত হ‌য়েছেন এমন সাত-আটজন‌কে আমরা পে‌য়ে‌ছি। এর আগে ২০১২ সালের ১৪ জানুয়ারি ২০টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার হ‌য়ে‌ছিলেন রাদবি।”

সারাবাংলা/এসআর/আইএ/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর