চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন সাতজন। ২৮ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় নয়জন ও আলমডাঙ্গায় ১৯ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ.এস.এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, ‘আলমডাঙ্গার হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় সেখানকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা শরীরে করোনা নিয়ে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন। তাদেরকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আলমডাঙ্গা থানাপাড়ার ইতালি ফেরত করোনা আক্রান্ত এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।