সমুদ্রে শক্তি সঞ্চয় করছে ‘আম্ফান’, নিম্নচাপ ও ঝড়ের আশঙ্কা
২৯ এপ্রিল ২০২০ ০৯:০৬
ঢাকা: মে’র প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আগেই দেওয়া ছিল। সেই ঝড়ের নাম কী হবে সেটিও ঠিক করে রাখা! আবহাওয়া অফিসের মেঘ মানচিত্র বলছে, ‘আম্ফান’ নামের পরবর্তী ঘূর্ণিঝড়টি একটু একটু করে শক্তি সঞ্চয় করছে দূর সমুদ্রে। ধারণা করা হচ্ছে, ৭ মের মধ্যে এটি প্রবল হয়ে উঠবে। এর প্রভাবে নিম্নচাপের আশঙ্কা রয়েছে।
‘আম্ফান’ হতে যাচ্ছে করোনাকালের প্রথম ঘূর্ণিঝড়। তবে এই ঝড় উপকূলে আঘাত হানবে কি-না সেটি এখনও নিশ্চিত করে বলা যাবে না।
বিবিসি ওয়েদারের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়ের আগে বাংলাদেশ উপকূলে নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে এই সময়ে বেঙ্গল বেসিনে টানা প্রচুর বৃষ্টিপাত হবে। তারা ঘূর্ণিঝড়ের যে চিত্র দেখাচ্ছে, সেখানেও আম্ফানকে যথেষ্ট দুর্বল হিসেবেই উপস্থাপন করা হয়েছে। তবে এটি প্রবল হতে পারে বলেও সতর্ক করেছে ব্রিটিশ আবহাওয়াবিদরা।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, বর্ষা মৌসুমের আগেই নিম্নচাপ শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। এই সময়ে সাধারণত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে।
আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, ‘গত বছরও এই সময়ে আমরা ঘূর্ণিঝড়ের আতঙ্কের মধ্যে ছিলাম। এই সময়টায় বঙ্গোপসাগরে ছোট-বড় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তাছাড়া পূর্বাভাস যেহেতু আছে সেক্ষেত্রে এটিকে হালকাভাবে নেওয়া যাবে না। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত বলা মুশকিল।’
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে চলমান বৃষ্টির গতি আরও বাড়বে। মূলত বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ায় দেশের আকাশে একটানা বৃষ্টি ঝরানো মেঘের উৎপাত থাকবে। ফলে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিসহ দেশে কমপক্ষে চারদিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের সবচেয়ে বেশি ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। আর রাজধানী ঢাকায় হয়েছে চার মিলিমিটার বৃষ্টিপাত। আগামীকাল রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বুধবার (২৯ এপ্রিল) সূর্যোদয় হবে ৫ টা ২৬ মিনিটে। সূর্যাস্ত হবে ৬ টা ২৬ মিনিটে।
আবহাওয়া অধিদফতর আম্ফান আশঙ্কা নিম্নচাপ ও ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয়