Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা : শিক্ষার্থীদের বেতনের ৬০ শতাংশ মওকুফ চায় ছাত্রলীগ


৩০ এপ্রিল ২০২০ ০২:০৭

স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতনের ৬০ শতাংশ মওকুফ চেয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। সংগঠনের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছেন।

বিবৃতিতে দুই ছাত্রলীগ নেতা বলেন, ‘সাধারণ ছুটির মধ্যে সরকারের নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। অথচ কিছু স্কুল-কলেজে শিক্ষার্থীদের ওপর বেতনের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। বৈশ্বিক এই দুর্ভোগের মধ্যে এই আচরণ খুবই নিন্দনীয়।’

বিজ্ঞাপন

তারা বলেন, ‘আমরা জানতে পেরেছি, বিশেষ করে ইংরেজি মাধ্যমের স্কুলগুলো শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করছে। কিছু কিছু প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারিদের বেতন দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের চাপ দিচ্ছে। অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারিদের বেতন-ভাতা দেওয়া হয়নি। এই আচরণ একেবারেই অগ্রহণযোগ্য।’

দুই নেতা আরও বলেন, ‘আমরা জানি প্রত্যেক প্রতিষ্ঠানের কিছু বাধ্যতামূলক খরচ আছে। কিন্তু ছাত্রলীগ দাবি করছে, দুর্যোগময় পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী বা তাদের অভিভাবককে বেতনের জন্য চাপ দেওয়া যাবে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সাধারণ ছুটির আওতায় থাকা মাসগুলোর জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪০ শতাংশের বেশি বেতন দাবি করা যাবে না। ৬০ শতাংশ বেতন মওকুফ করতে হবে। শিক্ষক-কর্মচারিদের বেতন-ভাতা পরিশোধের আবেদন জানাচ্ছি।’

সারাবাংলা/আরডি/জেএইচ

বিজ্ঞাপন

করোনা ছাত্রলীগ মওকুফ শিক্ষার্থীদের বেতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর