ইরফানের পর ঋষি কাপুরও না ফেরার দেশে
৩০ এপ্রিল ২০২০ ১০:৫০
চলে গেলেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুঝতে থাকা ঋষি কাপুরের শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হসপিটালে নেওয়া হয়। সেখানে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মৃত্যু হয় ৬৭ বছর বয়সী এই ভারতীয় কিংবদন্তির।
এর আগে গতকাল (২৯ এপ্রিল) সকালে কোলন ইনফেকশনে মৃত্যু হয়েছে ক্যানসারের সঙ্গে লড়তে থাকা আরেক ভারতীয় অভিনেতা ইরফান খানের।
গত বছর শরীরে ক্যানসার ধরা পড়ার পর যুক্তরাষ্ট্রেই চিকিৎসা নিচ্ছিলেন ঋষি কাপুর। চিকিৎসাধীন অবস্থায় গত গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন।
চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ইরফান খান
ঋষি কাপুরের ভাই রণধীর কাপুর তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান শেষ সময়ে তার পাশে ছিলেন ঋষি কাপুরের স্ত্রী ও অভিনেত্রী নীতু কাপুর।
ঋষি কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের সংস্কৃতি, চলচ্চিত্র ও রাজনৈতিক ব্যক্তিরা।
ভারতীয় বিরোধী দল সংগ্রেস নেতা রাহুল গান্ধী ঋষি কাপুরের মৃত্যুতে এক শোক বার্তায় বলেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রের জন্য এ এক ভয়াবহ সপ্তাহ! চলে গেলেন আরেক কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। দারুণ অভিনেতা! তার অভাব অপূরণী। এই শোকার্ত সময়ে তার পরিবার, আত্মীয়-স্বজন ও ভক্তদের জন্য আমার সমবেদনা।’