ঋণ চায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২৮ শ সদস্য
৩০ এপ্রিল ২০২০ ১৪:১৩
ঢাকা: করোনাকালে কোর্ট বন্ধ থাকায় জীবন ধারণের জন্য ঋণ চেয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে আবেদন করেছেন সমিতির ২ হাজার ৮ শ সদস্য।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১০ হাজার সদস্যের মধ্যে ২ হাজার ৮০০ সদস্য ঋণের জন্য আবেদন করেছেন।
কাজল জানান, ঋণ দেওয়ার জন্য এখন আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করবো। আবেদন যাচাই বছাই করে দেখবো। আমাদের কমিটির পক্ষ থেকে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হবে। তারপর প্রয়োজনীয়তা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এই সময়ে সদস্যদের মধ্যে ঋণ দেওয়ার জন্য গত ১৫ এপ্রিল সিদ্ধান্ত নিয়েছিলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। পরে আবেদনের জন্য ২৫ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে দেশের সকল আদালত বন্ধ রয়েছে। দীর্ঘ দিন আদালত বন্ধ থাকায় আইনজীবীদের আয় রোজগারও বন্ধ রয়েছে। এ অবস্থায় অসহায় অসচ্ছল আইনজীবীদের জন্য ঋনের ব্যবস্থা গ্রহণ করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।