Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৬ টাকায় ধান, ৩৬ টাকায় চাল কিনবে সরকার


৩০ এপ্রিল ২০২০ ১৫:৫৩

ঢাকা: চলতি বোরো মৌসুমে ধান, চাল, গম কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী ২৬ টাকা কেজি দরে ৮ লাখ মেট্রিক টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। ধান, চালের পাশাপাশি ৩৫ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং ২৮ টাকা কেজি দরে ৭৫ হাজার মেট্রিক টন গম কেনার প্রস্তাবেও সায় দিয়েছে কমিটি।

বিজ্ঞাপন

ভিডিও কনফারেন্স/ ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুমসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সভায় জানানো হয়, যেহেতু এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে তাই প্রয়োজন হলে সরকারের খাদ্য গুদামে জায়গা খালি থাকা সাপেক্ষে আরও ধান-চাল ক্রয় করার সম্মতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২০ তারিখে এফপিএমসির সভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও চলমান করোনা পরিস্থিতির কারণে সভাটি অনুষ্ঠিত হয়নি।

খাদ্য পরিকল্পনা খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি গম চাল ধান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর