Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাণ নিয়ে দুস্থদের পাশে আনসার কমান্ড্যান্ট সাহাদাত


৩০ এপ্রিল ২০২০ ১৮:০৩

ঢাকা: করোনাভাইরাসের কারণে ভুক্তভোগী ১২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বান্দরবার জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন। বান্দরবান জেলার ৬ উপজেলার ভিডিপি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ নির্দেশে দেশের ১ লাখ ৫৫ হাজার দুস্থ ভিডিপি পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে বান্দরবান জেলার ৬ উপজেলার প্রত্যেক উপজেলায় ১৫০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আনসার ও ভিডিপি, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক মো. সামছুল আলম ত্রাণ বিতরণ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেন। মাঠ কর্মীদের নিয়ে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করেন জেলা আনসার কমান্ড্যান্ড সাহাদাত হোসেন।

জেলা কমান্ড্যান্ট এ বিষয়ে বলেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানবকল্যাণে নিয়োজিত একটি সংগঠন। জাতির এই ক্রান্তিকালে দুস্থদের পাশে থাকতে পেরে আমাদের ভালো লাগছে। আমাদের বাহিনীর মাধ্যমে দেওয়া এ ত্রাণ আশা করি দুস্থদের সামান্য হলেও উপকার করবে।’

আনসার করোনাভাইরাস ত্রাণ ত্রাণ বিতরণ ভিডিপি

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর