Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব সঞ্চয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে দিলেন মনি


৩০ এপ্রিল ২০২০ ১৮:৫৪

ঠাকুরগাঁও: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কর্মহীন, অসহায় মানুষের জন্য নিজের জমানো ২৫ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন ঠাকুরগাঁওয়ের দরিদ্র পরিবারের মেয়ে উম্মে কুলসুম মনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য জেলা প্রশাসক ড. এ কে এম কামরুজ্জামান সেলিমের হাতে এই অর্থ তুলে দেন তিনি।

জেলার পীরগঞ্জ উপজেলার পৌর শহরের ৫নং ওয়ার্ড বথপালিগাঁও মহল্লার মৃত মোশারুল ইসলামের মেয়ে মনি। তিনি সারাবাংলাকে জানান, টিভিতে দেখেছি গরিব-অসহায় মানুষেরা অর্ধাহারে মানবেতর দিন পার করছে। তাই আমার জমানো সব টাকা হতদরিদ্র গরিব মানুষের জন্য দিলাম।

তিনি আরও বলেন, ‘আমি মেডিক্যাল অ্যাসিস্টেন্ট কোর্স করেছি। বিএডিসির রেজিস্ট্রেশন নম্বরও আছে। আমি একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় চুক্তি ভিত্তিক কাজ করছি। করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের যেকোন কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছা শ্রমে কাজ করতে আগ্রহী।’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘মনি তার জমানো টাকা এভাবে অসহায় দরিদ্র মানুষের জন্য দেওয়াটা আমি অনুকরণীয় বলে মনে করছি। তিনি একজন স্বাস্থ্য সহকারী হয়ে করোনাভাইরাসের কারণে দেশের পরিস্থিতি উপলব্ধি করে দরিদ্র, অসহায় মানুষের কথা ভেবেছেন এটাই বিশাল বড় পাওয়া।’

ঠাকুরগাঁও ত্রাণ তহবিলে দরিদ্র মনি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর