Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা চিকিৎসায় শেখ হাসিনা সফটওয়্যার পার্কের ডরমেটরি


৩০ এপ্রিল ২০২০ ২৩:৩৬

ঢাকা: যশোরে করোনা চিকিৎসার ক্ষেত্রে কোয়ারেনটাইন ও আইসোলেশনের কাজে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরি ব্যবহারের অনুমতি দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিটি বিভাগ এ তথ্য জানিয়েছে। তবে চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সরা এই ডরমেটরি ব্যবহার করতে পারবেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক করোনা চিকিৎসা সেবীদের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরি ব্যবহারের অনুমতি দিয়েছেন। করোনাযুদ্ধের প্রথম সারির যোদ্ধা চিকিৎসা, নার্স, স্বাস্থ্য কর্মীদের কোয়ারেনটাইনে ব্যবহৃত হচ্ছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরি। আইসিটি প্রতিমন্ত্রীর অনুমতিক্রমে পার্কের ডরমেটরি ভবনটি চিকিৎসা সেবা দেওয়ার পরবর্তী ১৪ দিনের সতর্কতামূলক কোয়ারেনটাইন বা বিশ্রামের জন্য ব্যবহার করার কথা জানিয়েছেন যশোর জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের বরাত দিয়ে আইসিটি বিভাগ জানিয়েছে, অনুমোদনের পর গত ২৫ এপ্রিল থেকে ৬ জন নার্স এবং ৪ জন ডাক্তার শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরিতে কোয়ারেনটাইনে আছেন। ভবনটিতে শতাধিক চিকিৎসক ও-সেবিকাদের কে জন্য প্রস্তুত করা হয়েছে। দুই তলা ভবনে রয়েছে ৭৮ কক্ষ। সেখানে প্রতি তলায় ২০টি করে মোট ৪০টি কক্ষ এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। আরও ১০টি কক্ষ প্রস্তুত করা হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, যশোরের ৮ উপজেলায় মোট ৫৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে চারজন আইসোলেশনে রয়েছেন। রোগীদের বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

করোনা করোনাভাইরাস করোনার চিকিৎসা শেখ হাসিনা সফটওয়ার পার্ক


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর