Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি না নিলে ফোন দেবেন যে নম্বরে


১ মে ২০২০ ০০:২৮ | আপডেট: ১ মে ২০২০ ০৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের সরকারি-বেসরকারি যেকোনো হাসপাতালে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে কোনো সন্দেহজনক রোগী এলে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষে জানাতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে কোনো মুমূর্ষু রোগী কোভিড-১৯ রোগে আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোনো কারণে ওই হাসপাতালে তাকে ভর্তি করানো যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের চারটি নম্বরের যেকোনোটিতে ফোন কর করতে হবে। ফোন করে রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ নিতে হবে।

বিজ্ঞাপন

এ ক্ষেত্রে সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের চারটি হটলাইন নম্বর হলো— ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ ও ০১৩১৩৭৯১১৪০।

এই সিদ্ধান্তে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সম্মতি আছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষ থেকে ওই রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করা হবে।

সন্দেহজনক রোগী সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর