Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা পরীক্ষায় ল্যাব স্থাপনের অনুদান পেল নোবিপ্রবি


১ মে ২০২০ ০২:৩৯

নোয়াখালী: করোনা পরীক্ষা ল্যাব স্থাপনের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) পাঁচ লাখ টাকা অনুদান দিলেন নোয়াখালী-৪ (সদর ও সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক একরামুল করিম চৌধুরী।

এছাড়াও করোনায় মৃত চিকিৎসক মঈন উদ্দিনের পরিবারকে দুই লাখ টাকা, প্রথম মৃত ব্যক্তি সাংবাদিক দৈনিক
সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকনের পরিবারকে পঞ্চাশ হাজার এবং পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের পরিবারকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একরাম চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী চেক হস্তান্তর করেন। এই সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন ডাঃ মোমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

 


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর