দরিদ্র ৫০ পরিবারের পাশে ধুতাঙ্গটিলা বন বিহার
১ মে ২০২০ ১৬:১৯
চট্টগ্রাম ব্যুরো: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনাল উপজেলায় ধুতাঙ্গটিলা বন বিহারের আওতাধীন গ্রামগুলোর দরিদ্র ৫০ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও মাক্স বিতরণ করেছে বিহার কর্তৃপক্ষ ও ত্রিরত্ন ফাউন্ডেশন।
শুক্রবার (১ মে) সকালে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা প্রদান ও গ্রহণ করেন।
ত্রিরত্ন ফাউন্ডেশনের সভাপতি সৌরভ চাকমা বলেন, ‘বিশ্বে মহামারী আকারে করোনা ছড়িয়ে পড়েছে। অসহায় হয়ে পড়েছে মানুষ। করোনার দুর্যোকালে অসহায় মানুষের আর্থিক অনটনের বিবেচনা করে আমাদের এই সহায়তা প্রদান।’
ধুতাঙ্গটিলা বন বিহারের অধ্যক্ষ দেব ধাম্মা মহাস্থবির (ভান্তে) বলেন, ‘বিহারের আওতাধীন গ্রামগুলোর দরিদ্রদের মাঝে সাধ্য অনুযায়ী ত্রাণ সহায়তা প্রদান করেছি। এই সহায়তার মাধ্যমে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে।’ তবে এই চাল দিয়ে যেন মদ বানানো না হয় অনুরোধ জানান পাশাপাশি শীল পালন করতেও আহ্বান জানিয়েছেন দেবধাম্মা মহাস্থবির।
এ সময় বিহার পরিচালনা কমিটি, ত্রিরত্ন ফাউন্ডেশন কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।