Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু


২ মে ২০২০ ১৫:৩৭

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা আরও এক পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত (কভিড-১৯) হয়ে প্রাণ হারিয়েছেন। দেশ ও জনগণের কল্যাণে আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য উপ পরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন (৪৪)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।

শনিবার (২ মে) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সুলতান আরেফিনের করোনাভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল।

পুলিশের গণমাধ্যমে বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআই সুলতানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন। এখন পর্যন্ত আক্রান্ত ছাড়িয়েছে ৬ শতাধিক।

করোনায় মৃত্যু পুলিশ সদস্য


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর