Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ছে


২ মে ২০২০ ১৭:২১

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) বিস্তার প্রতিরোধ সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হচ্ছে। আগে এই ছুটির মেয়াদ ছিল ৫ মে পর্যন্ত।

ছুটি বাড়ানোর বিষয়টি শনিবার (২ মে) সারাবাংলাকে নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, ছুটি বাড়ানোর প্রস্তাবটি এখন প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে। তবে ছুটি বাড়ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটি অনুমোদিত হয়ে গেলে কাল-পরশু প্রজ্ঞাপন জারি হতে পারে।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও ৪ দফা বাড়িয়ে ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত করা হয়।

এই সাধারণ ছুটির মধ্যেই সরকার পোশাক কারখানাসহ সরকারি গুরুত্বপূর্ণ দফতর সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সরকারের বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সীমিত আকারে কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। শনিবার শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৫৫২ জন। এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৭৯০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে নতুন পাঁচজনসহ মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের।

করোনা মোকাবিলা করোনাভাইরাস জনপ্রশাসন প্রতিমন্ত্রী সরকার সাধারণ ছুটি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর