পটুয়াখালীতে ৬৫ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৮
২ মে ২০২০ ২১:৪৭
কুয়াকাটা: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিসান বাড়িয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চারিয়ে ৬৫ হাজার পিস ইয়াবাসহ আট জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২ মে) দুপুরে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেক একটি মাছ ধরার ট্রলার, ৬৫ হাজার পিস ইয়াবা, নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
দুপুরে পটুয়াখালী র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, আসামি বাবুল মৃধা এবং তার স্ত্রী হাসিনা পেশায় মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে বিভিন্ন সময় মাছ ধরার ট্রলারে কৌশলে ইয়াবা পাচার করে। আসামি বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলায় প্রায় অর্ধডজন মাদক মামলা রয়েছে।
উদ্ধার হওয়া ইয়াবা কলাপাড়া থানায় হস্তান্তর করে র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।