সারাদেশে ৫২৩ জন চিকিৎসক করোনা আক্রান্ত
২ মে ২০২০ ২২:৪৭
ঢাকা: বাংলাদেশে এখন পর্যন্ত ৫২৩ জন চিকিৎসকের মধ্যে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮৯ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক।
শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়।
সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ৩৮৯ জন বরিশালে নয় জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে সাত জন, খুলনায় ৩০ জন, রংপুরে সাত জন, ময়মনসিংহে ৬১ জন ও রাজশাহীতে তিন জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিন স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৫৫২ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ৯৯০ জন। এছাড়াও এ সময়ে মৃত্যুবরণ করেছে আরও পাঁচজন। বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৭৫ জন মারা গেছেন বলেও জানানো হয়।