ঢামেকের বার্ন ইউনিটে করোনা রোগী ভর্তি শুরু
২ মে ২০২০ ২৩:০১
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে করোনাভাইরাসে (কোবিড-১৯) আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে।
শনিবার (২ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এই রোগী ভর্তি কর্যক্রম শুরু করেন।
এ সময় নাসির উদ্দিন বলেন, ‘আজ থেকে বার্ন ইউনিটে করোনা সাসপেক্টেড ও আক্রান্ত রোগীদের ভর্তি কর্যক্রম শুরু হলো। এখানে নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, শিশু রোগ সব চিকিৎসাই পাবে রোগীরা। এমনকি করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের সবধরনের চিকিৎসা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘বার্ন ইউনিটে মোট ২০০টি বেড রয়েছে। আইসিইউ ইউনিট, এইচডিইউ ইউনিট প্রস্তুত করা হয়েছে। রোগী ধীরে ধীরে বাড়ছে। বার্ন ইউনিটের সাথে সাথে হাসপাতালের নতুন ভবনও প্রস্তুত করা হবে ‘
চিকিৎসক নার্সদের বিষয়ে পরিচালক বলেন, ‘চিকিৎসক নার্স ও কর্মচারী যারা আছেন, তাদের সুরক্ষাসহ আবাসিক হোটেল ঠিক করা হয়েছে। যারা ডিউটি করবেন তারা হাসপাতাল থেকে সরাসরি হোটেলে গিয়ে উঠবেন।’
ঢামেকের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মজিবুর রহমান বলেন, ‘বার্ন ইউনিটের করোনা আক্রান্ত রোগীদের কর্যক্রম শুরু হলো। এখানে করোনা রোগীদের প্রথম চিকিৎসা, চিকিৎসকদেরও প্রথম। সেজন্য সমস্যা কিছুটা থাকবে।’
তবে যেকোনো রোগী যেমন শ্বাসকষ্ট, নিউমোনিয়া, করোনা সাসপেক্টেড সব রোগীদের করোনা পজেটিভ ধরে চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।
বার্ন ইউনিটে দেখা যায়, ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোগীদের ভিড় লেগে যায়। কেউ এসেছে করোনা পজিটিভ নিয়ে, কেউ এসেছে পরীক্ষা করতে। তবে করোনা পরীক্ষা করার লোকই বেশি দেখা গেছে। বার্ন ইউনিটে বেলা ১২টা থেকে দুপুর ২ পর্যন্ত আটজন রোগীকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনা পজিটিভ।
তবে বার্ন ইউনিটের জরুরি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার কথা থাকলেও দুপুর ২টা পর্যন্ত নমুনা নেওয়ার জন্য কাউকে দেখা যায়নি। এ সময় জরুরি বিভাগের বাইরে রোগীদের দীর্ঘ লাইন দেখা যায়।