সিলেটে ২৪ ঘণ্টায় ৪ করোনা রোগী শনাক্ত
৩ মে ২০২০ ০৩:০০
সিলেট: ২৪ ঘন্টায় আরও ৪ করোনা রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার পর তাদের শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে একজন নার্স বলে নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষার পর চারজনের করোনা পজিটিভ আসে।
এদের মধ্যে দু’জন হবিগঞ্জের লাখাই ও বাহুবলের আর বাকি দু’জন মৌলভীবাজারের। তবে সিলেট ও সুনামগঞ্জের নতুন করে কেউ শনাক্ত হননি। হবিগঞ্জে আক্রান্ত দুই জনের মধ্যে একজন নার্স রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট ২২৯ জন করোনা সনাক্ত হন।