ঢাকা: রাজধানীর গুলশানের প্রগতি সরণী এলাকা থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মে) বেলা পৌনে ১টার দিকে খবর পেয়ে পুলিশ প্রগতি সরণীর কোকোকোলা মোড়ের বারিধারা ওয়াল সংলগ্ন রাস্তা থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করে পরে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে একটি বাজারের ব্যাগে দু’টি মেয়ে নবজাতকের মৃতদেহ দেখতে পাই। ধারণা করা হচ্ছে নবজাতক দু’টি জমজ। মৃত অবস্থায় কে বা কারা তাদের সেখানে রেখে দিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।