Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাধারণ ছুটিতেও বন্ডের লেনদেন চলবে


৩ মে ২০২০ ১৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে ব্যাংকিং ব্যবস্থার আওতায় প্রবাসীদের সঞ্চয় বন্ড বা এনআরবি বন্ডের বিক্রয়, পুনঃবিনিয়োগসহ সব ধরনের লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইতিমধ্যে সরকারের সাধারণ ছুটিতে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের নগদায়ন ও কুপন প্রদান সংক্রান্ত সেবা চালু রয়েছে।এবার বিক্রয়, পুনঃবিনিয়োগ, নগদায়ন ও কুপন দেওয়াসহ অন্যান্য সব সেবা চালু করতে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের বিপরীতে প্রবাসীদের বিনিয়োগ এবং সার্বিক সহযোগিতায় এনআরবি বন্ডের যাবতীয় লেনদেন কার্যক্রম চালু থাকবে। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বন্ড নীতিমালার ধারা যথাযথভাবে পরিপালনের জন্যও নির্দেশ দেওয়া হয়।

বন্ড বাংলাদেশ ব্যাংক লেনদেন সঞ্চয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর