মুম্বাই থেকে ফিরল ১৬২ বাংলাদেশি
৩ মে ২০২০ ২১:৫১
ঢাকা: ভারতের মুম্বাইয়ে আটকে পড়া ১৬২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন বলে জানা গেছে।
রোববার (৩ মে) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালালে বিমানবন্দরে অবতরণ করেন। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তিনি জানান, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুম্বাই টু ঢাকা একটি বিশেষ ফ্লাইট ১৬২ বাংলাদেশিকে নিয়ে শাহজালালে সন্ধ্যায় ৬টা ৫৫ মিনিটে অবতরণ করেন। তাদের সবাইকে হোম কোয়োরেনটাইনে থাকতে বলা হয়েছে।’
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা টু ঢাকার একটি বিশেষ ফ্লাইট ৫৯ বাংলাদেশিকে নিয়ে শাহজালালে অবতরণ করে। এছাড়া শনিবার (২ মে) ভারতের দিল্লিতে আটকে পড়া ১৫১ বাংলাদেশি দেশে ফেরেন।
বিমানের আরও কয়েকটি ফ্লাইট ভারতের বিভিন্ন স্থানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে আকাশ পথে যোগাযোগ ব্যবস্থাও। ফলে বহির্বিশ্বে বাংলাদেশিরাও আটকে পড়ে। এরপর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাদের দেশে ফিরিয়ে আনছে।