Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক আইসোলেশনে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ


৪ মে ২০২০ ০১:৩৯

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও সাসপেক্টেড রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ঢামেকের এই আইসোলেশনে গত দুইদিনে নয়জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনের করানো পজিটিভ ছিল।

রোববার (৩ মে) রাতে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বার্ন ইউনিটে করোনা আক্রান্ত ও সাসপেক্টেড রোগীদের ভর্তি কর্যক্রম শুরু হয় শনিবার থেকে। দুই দিনে এখানে ৫৮ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ২২ জনের করানো পজিটিভ। তাদের বার্ন ইউনিটের পাঁচতলা ও ছয়তলায় রাখা হয়েছে। এ ছাড়া বাকিরা সাসপেক্টেড।’

নাসির উদ্দিন বলেন, ‘এই দুই দিনে মোট নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিল। বাকিরা সাসপেক্টেড।’ সব মৃতদেহ প্রটোকল মেনেই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

করোনা ঢামেক আইসোলেশন বার্ন ইউনিট ভর্তি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর