Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা সন্দেহে ঝগড়া, ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা


৪ মে ২০২০ ১২:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর খিলগাঁও তিলপাড়ায় বাসার পাঁচ তলা ছাদ থেকে লাফিয়ে পুলিশের বিশেষ শাখার কনস্টেবল তোফাজ্জল হোসেন আত্মহত্যা করেছেন।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রী সন্দেহ প্রকাশ করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। ফলে পুলিশ কনস্টেবল তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

সোমবার (৪ মে) সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

বিজ্ঞাপন

পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কনস্টেবল তোফাজ্জল তার স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।

আত্মহত্যা এসবি শাখা টপ নিউজ পুলিশ কনস্টেবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর