Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২য় দফা পরীক্ষায় ইসকনের ৩৬ জনের মধ্যে ৩৫ জনের করোনা ‘নেগেটিভ’


৪ মে ২০২০ ১২:৩৬ | আপডেট: ৪ মে ২০২০ ১৬:৩৯

ঢাকা: রাজধানী ঢাকার স্বামীবাগ ইসকন মন্দিরে নভেল করোনাভাইরাস আক্রান্ত ৩৬ জনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় ৩৫ জনের ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। পজিটিভ হয়েছেন মাত্র একজন। এর আগে ২৪ এপ্রিল এই ৩৬ জনের প্রথম দফা নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ইসকন মন্দিরের পক্ষে অধ্যক্ষ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী রোববার (৩ মে) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

বিজ্ঞাপন

তিনি বলেন, মন্দিরে কর্মরত পুরোহিত, সেবায়েত ও পুলিশের এক উপপরিদর্শক (এএসআই)সহ ৩৬ জনের মধ্যে কয়েকজনের সর্দি-কাশি দেখা দিলে কর্তৃপক্ষ সবারই কোভিড-১৯ টেস্ট করানোর জন্য নমুনা সংগ্রহ করে। ২৪ এপ্রিল নমুনাদাতারা সবাই কোভিড-১৯ আক্রান্ত বলে নিশ্চিত জানানোর পর, নির্বাহী প্রশাসনের পক্ষ থেকে ২৫ এপ্রিল মন্দিরটি লকডাউন ঘোষণা করা হয়।

অধ্যক্ষ চারুচন্দ্র ব্রহ্মচারী বলেন, প্রথম দফা টেস্টে পজিটিভ আসলেও তারা সবাই শারীরিক ভাবে সুস্থই ছিলেন। দ্বিতীয়দফা টেস্ট করানোর পর তাদের একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। তাকে স্বাস্থ্য বিধি মেনে আইসোলেশনে রাখা হয়েছে। তার শারীরিক পরিস্থিতিও গুরুতর নয়।

প্রসঙ্গত, ২২ মার্চ থেকে মন্দির কর্তৃপক্ষ নিজ উদ্যোগে লকডাউন করে রাখার পরও ২৪ এপ্রিল ৩৬ জনের নমুনা প্রথম দফা টেস্ট করে সবার নভেল করোনাভাইরাস পজিটিভ ফলাফল এসেছিল।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস স্বামীবাগ ইসকন মন্দির স্বামীবাগের আশ্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর