Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যাপক মুনতাসীর মামুন করোনা পজিটিভ


৪ মে ২০২০ ১৪:৫৭

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুনের শরীরে করোনাভাইরাসের (কোভিড ১৯) উপস্থিতি শনাক্ত হয়েছে।

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান ও হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি সদস্য অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা উপসর্গ নিয়ে রোববার (৩ মে) সন্ধ্যায় এই হাসপাতালেই ভর্তি করা হয়েছিল অধ্যাপক মুনতাসীর মামুনকে।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।হাসপাতালে তার চিকিৎসা চলছে।

মুনতাসীর মামুনের মা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিশিষ্ট গবেষক মুনতাসীর মামুনের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায়, উপসর্গ থাকায় ১০ দিন আগে তার কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। ওই পরীক্ষার ফলে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়নি। তবে উপসর্গ থাকায় ফের তার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এদিকে রোববার বিকেলে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় অধ্যাপক মুনতাসীর মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়।

অধ্যাপক মামুন করোনা করোনাভাইরাস ড. মুনতাসীর মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর