Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশখালীতে বন্দুকযুদ্বে নিহত ১, অস্ত্র-গুলি উদ্ধার


৯ ডিসেম্বর ২০১৭ ১৪:২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার:
মহেশখালীর পাহাড়ে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে আবু কায়সার নামে এক দুর্বৃত্ত মারা গেছেন। শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। এর আগে ভোরে মহেশখালীর হোয়ানক ইউনিয়নে কাটালতলী পাহাড়ে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসী জালাল বাহিনী ও জোনাব আলী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল দুই বাহিনীর মধ্যে। এদিন বন্দুকযুদ্ধ হলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাহাড়ের খাদ থেকে মুমুর্ষূ অবস্থায় আবু কায়সার নামে এক যুবককে উদ্ধার করে পুলিশ। চোখে গুলিবিদ্ধ কায়সারকে প্রথমে মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসক। কক্সবাজারে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক কায়সারকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দু’টি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, বলেন প্রদীপ কুমার দাশ।

তিনি আরো জানান, নিহত আবু কায়সার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার নামে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে।

সারাবাংলা/ওএফএইচ/আরসি/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর