Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জীবন ও জীবিকা রক্ষায় সরকারের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত’


৪ মে ২০২০ ১৬:৫৫

ফাইল ছবি: ড. হাছান মাহমুদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ঢাকা: মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সঠিক পদক্ষেপ নেওয়ার কারণেই সরকার আজ বিশ্বব্যাপী প্রশংসিত বলে মন্তব্য করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতর থেকে অনলাইনে দেওয়া সংক্ষিপ্ত ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী এই সংকটের সময় মানুষের জীবন ও জীবিকা রক্ষার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রথম থেকেই নানা পদক্ষেপ নিয়েছে। মানুষের জীবন রক্ষার জন্য প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছে, তা ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বসও প্রশংসা করেছে।’

করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিরাট ঝাঁকুনি সৃষ্টি হয়েছে, সেই সংকট মোকাবিলার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, বিশ্ববিখ্যাত দ্য ইকনোমিস্ট পত্রিকায় সেগুলোর সঠিক পরিস্ফুটন হয়েছে।’

‘এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপরে। এমনকি ভারত ও পাকিস্তানের চেয়েও বাংলাদেশের সক্ষমতা অনেক ভালো- সেটিই ইকনোমিস্ট পত্রিকায় এসেছে। কেউ প্রশংসা করুক আর না করুক এটিই হচ্ছে বাস্তবতা’- বলেন হাছান মাহমুদ।

এ সময় বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর ‘সরকারের আহম্মকির কারণে করোনায় অব্যবস্থাপনা’ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে, বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সঠিক পদক্ষেপ নিয়ে এগুচ্ছে, সেখানে রিজভী আহমেদসহ কারও কারও বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন।’

হাছান মাহমুদ এসময় বিএনপিকে পেছনে ফিরে তাকানোর জন্য অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে ’৯১ সালের ঘূর্ণিঝড়ের কথা। ’৯১ এর ঘূর্ণিঝড়ের সময় চট্টগ্রাম বিমানবন্দরে বিমানবাহিনীর অনেকগুলো যুদ্ধবিমান ছিল। সেই বিমানগুলো তারা উড়িয়ে ঢাকায় না নিয়ে আসার কারণে প্রায় এক ডজনেরও বেশি বিমান সেদিন ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বিমানবন্দরে ধ্বংস হয়ে ছিল। চট্টগ্রাম বন্দরের জাহাজগুলোকেও সেদিন তারা উজানে নিয়ে যেতে পারতো। সেটি না করার কারণে অনেকগুলো জাহাজ সেদিন নষ্ট হয়েছিল। এমনকি নোঙর ছিঁড়ে জাহাজ রাস্তার ওপর উঠে এসেছিল। অর্থাৎ তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়ার সরকারের আহম্মকির কারণে এই ঘটনাগুলো ঘটেছিল।’

‘সেই আহম্মকের ভাগাড়ে বসে রিজভী সাহেব যে কথাগুলো বলছেন, তা আসলে নিজেদেরই আহম্মকি’- মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান।

জীবন ও জীবিকা রক্ষা তথ্যমন্ত্রী প্রশংসিত বিশ্বব্যাপী


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর