রংপুরে ত্রাণের দাবিতে নগর ভবন ঘেরাও
৪ মে ২০২০ ১৯:২৬
রংপুর: পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবিতে সড়ক অবরোধ ও সিটি করপোরেশন ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শ্রমিকসহ নিম্ন আয়ের কয়েকশ’ মানুষ। সোমবার (৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ মিছিল চলে।
এসময় বিক্ষুদ্ধরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, মহামারি করোনা মোকাবিলায় লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে তারা বেকার হয়ে পড়ে আছেন। সরকারি, বেসরকারিভাবে তেমন ত্রাণ সহায়তা পাচ্ছেন না। এতে হাত গুটিয়ে বসে থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
দিনমজুর ও শ্রমিকরা জানান, পাঁচ কেজি চাল আর সামান্য তেল-ডাল দিয়ে এক মাস সংসার চালানো অসম্ভব। ঘরে রাখতে হলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে হবে। অন্যথায় উপার্জনের বাহন নিয়ে সড়কে নামার ব্যবস্থা করে দিতে হবে।
পরে সিটি মেয়রের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা।