Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ মে পর্যন্ত জরুরি অবস্থা বাড়ালো জাপান


৪ মে ২০২০ ২০:০১

করোনাভাইরাসের বিস্তার রোধে জাপানে চলতি জরুরি অবস্থা ৩১ মে পর্যন্ত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। সোমবার (৪ মে) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। চলতি জরুরি অবস্থার মেয়াদকাল আগামী বুধবারেই শেষ হচ্ছে। তবে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় মেয়াদ আরও বাড়ানো হল।

বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান শুরু থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ায় ইউরোপ বা আমেরিকার মত করুন অবস্থায় পড়েনি। ইতিমধ্যে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের চূড়ান্ত সময়ও অতিক্রম করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দৈনিক আক্রান্তের সংখ্যাও প্রতিদিন কমে আসছে জাপানে। তবে পরিস্থিতির উন্নতি হলেও এখনই জরুরি অবস্থা প্রত্যাহার করার মত সময় আসেনি বলে মনে করেন শিনজো আবে।

সোমবারের সংবাদ সম্মেলনে শিনজো আবে বলেন, স্বাস্থ্যসেবা খাত স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও প্রায় একমাস সময় লেগে যাবে। দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও সন্তোষজনক পর্যায়ে নেমে আসেনি। তিনি বলেন, এক সময় দৈনিক প্রায় ৭০০ জন করোনা পজিটিভ শনাক্ত হতেন, এখন তা প্রায় ২০০তে নেমে এসেছে।

দৈনিক আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১০০তে নেমে আসলেই কেবল জরুরি অবস্থা প্রত্যাহারের কথা ভাবা যাবে। প্রতিদিন একশোর বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাই দৈনিক আক্রান্তের সংখ্যাও এর কাছাকাছি নেমে আসা উচিত বলে মত দেন শিনজো আবে। উল্লেখ্য, রোববার দেশটিতে নতুন আরও ২০৩ জন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছিলেন।

দেশে জরুরি অবস্থার মেয়াদ বর্ধিত করায় দুঃখপ্রকাশ করে আবে বলেন, আগামী ১৪ তারিখ নাগাদ বিশেষজ্ঞরা আবার পরিস্থিতি পর্যালোচনা করবেন। যদি বিশেষজ্ঞ প্যানেল সেসময় অবস্থার উন্নতি দেখতে পান তবে ৩১ তারিখের আগেই জরুরি অবস্থা প্রত্যাহার করা হতে পারে।

এর আগে ১৬ এপ্রিল গোটা দেশে জরুরি অবস্থা জারি করেন শিনজো আবে। উল্লেখ্য, জাপানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজার এবং মৃত্যু হয়েছে ৫৫৬ জনের।

করোনা করোনাভাইরাস জাপান টপ নিউজ শিনজো আবে


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর