Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে রেমডেসিভির উৎপাদনের অনুমতি পেলো ৬ ফার্মা


৪ মে ২০২০ ২৩:১৩ | আপডেট: ৫ মে ২০২০ ১১:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদিত অ্যান্টিভাইরাল ওষুধ ‘রেমডেসিভির’ দেশে উৎপাদনের অনুমতি পেয়েছে ছয় ওষুধ কোম্পানি। এর মধ্যে দুইটি কোম্পানি জানিয়েছে, তারা আগামী ২০ মে’র মধ্যেই উৎপাদনের প্রক্রিয়া শেষ করতে পারবে বলে আশাবাদী।

সোমবার (৪ মে) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- করোনার ওষুধ ‘রেমডিসিভির’ এ সপ্তাহেই আসছে বাজারে

ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান বলেন, অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে ভূমিকা রাখা রেমডেসিভির উৎপাদনের জন্য ছয়টি ওষুধ কোম্পানিকে অনুমতি দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো— বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, এসকেএফ ফার্মাসিউটিক্যালস ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস।

বিজ্ঞাপন

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক বলেন, ছয় কোম্পানির মধ্যে বেক্সিমকো ও এসকেএফ আগামী ২০ তারিখের মধ্যেই উৎপাদনের প্রক্রিয়া শেষ করতে পারবে বলে জানিয়েছে। বাকি কোম্পানিগুলোও খুব দ্রুতই তাদের উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে আশা করা যায়।

আরও পড়ুন- করোনা চিকিৎসায় রেমডেসিভির যুক্তরাষ্ট্রে অনুমোদন

কোভিড-১৯ চিকিৎসার জন্য প্রথম কোনো অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। গত ১ মে অনুমোদন দেওয়ার পর রেমডেসিভিরের উৎপাদনকারী কোম্পানি জিলিড সায়েন্স জানিয়েছে, চলতি সপ্তাহেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এই ওষুধ নিয়ে আসবে।

কোম্পানির প্রধান নির্বাহী অবশ্য জানিয়েছেন, বাজারে বিক্রির জন্য নয়, প্রথম দফা ১৫ লাখ ভায়াল রেমডেসিভির তারা সরাসরি তুলে দেবেন সরকারের হাতে। সরকার প্রয়োজন অনুযায়ী দেশটির বিভিন্ন এলাকায় ওষুধটি পাঠিয়ে দেবে।

ওষুধ প্রশাসন অধিদফতর করোনার ওষুধ ছয় কোম্পানিকে অনুমতি দেশে উৎপাদন মার্কিন ওষুধ রেমডেসিভির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর