Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’


৫ মে ২০২০ ০০:৫৩

ঢাকা: ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের শারীরিক অবস্থা এখনও পর্যন্ত স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে, ২৭ এপ্রিল বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিউতে ভর্তি হন ড. আনিসুজ্জামান।

হাসপাতালের পক্ষে পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী ওই খ্যাতিমান শিক্ষাবিদের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল বলে সারাবাংলাকে জানিয়েছেন।

তিনি বলেন, ড. আনিসুজ্জামান শারীরিক অবস্থা গতকালের (রোববার) চাইতে ভালো আছে। তিনি হৃদরোগ, কিডনিজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত বহু শারীরিক সমস্যায় ভুগছেন। আজকেও (সোমবার) রেগুলার রাউন্ডে উনার সঙ্গে কথা হয়েছে।

ডা. আশীষ বলেন, এই উন্নয়ন ধরে রাখা গেলে, দ্রুতই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে। আশা করছি খুব দ্রুতই তিনি সুস্থও হয়ে উঠবেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর