আরও ২ হাজার চিকিৎসক করোনা চিকিৎসায় যুক্ত [তালিকাসহ]
৫ মে ২০২০ ০২:২২
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় দুই হাজার চিকিৎসককে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই চিকিৎসকদের আগামী ১২ মে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সোমবার (৪ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত এই দুই হাজার চিকিৎসককে কোভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হবে। এসব রোগীকে সেবা দেওয়ার সময় তার কর্মদক্ষতা সন্তোষজনক কি না, চাকরি স্থায়ী করার সময় সে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
নির্ধারিত তারিখে (১২ মে) চাকরিতে যোগ না দিলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং সাময়িক নিয়োগ বাতিল বিবেচিত হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন পরে হবে।
আরও পড়ুন- ২ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ পিএসসি’র
এর আগে, গত ৩০ এপ্রিল ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে এই দুই হাজার চিকিৎসকদের সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। ওই দিন সিনিয়র স্টাফ নার্স পদেও পাঁচ হাজার ৫৪ জনও নিয়োগের সুপারিশ করে কমিশন।
৩৯তম বিসিএস থেকে এর আগে ৪ হাজার ৭২১ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছিল।
করোনাভাইরাসের চিকিৎসা কোভিড-১৯ কোভিড-১৯ চিকিৎসা চিকিৎসক নিয়োগ চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন