Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্বচ্ছল শিক্ষার্থীদের শেকৃবি শিক্ষকদের ৪ লক্ষাধিক টাকার উপহার


৫ মে ২০২০ ০৩:৫২

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর আর্থিক ভাবে অস্বচ্ছল ১৪৭ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মাধ্যমে চার লক্ষাধিক টাকার উপহার প্রদান করা হয়েছে। শেকৃবি ওয়েলফেয়ার সোসাইটি’র (এসডব্লিউএস) প্রধান তিন সমন্বয়কারী বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা ও অর্থায়ন বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল, মৎসপালন বিভাগের প্রভাষক মীর মোহাম্মদ আলী ও অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ইন্টার্ন পশু চিকিৎসক কামরুল ইসলাম তারেক যোগাযোগের মাধ্যমে শিক্ষকদের নিজ নিজ অঞ্চলের শিক্ষার্থীদের সহযোগিতার সুযোগ করে দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে এসব শিক্ষার্থীদেরকে করোনাকালীন সময়ে আর্থিক সহায়তা এবং কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কোভিড বিশেষ বৃত্তি দেয়ার জন্য ‘বিশ্বাস, একতা ও মানবতায় একসঙ্গে আমরা’ মূলমন্ত্রে শেকৃবি ওয়েলফেয়ার সোসাইটির প্রাথমিকভাবে যাত্রা শুরু করে। আমাদের কিছু সহকর্মী এরই মধ্যে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করেছেন।’

বিজ্ঞাপন

কীভাবে সাহায্য পাচ্ছে ছাত্ররা এমন প্রশ্নে কামরুল ইসলাম তারেক ‘সারাবাংলা’কে বলেন, ‘আমরা ছাত্রের নিজ এলাকার শিক্ষকদের তার সম্পর্কে জানিয়ে যোগাযোগ করিয়ে দিচ্ছি। পরবর্তীতে সেই শিক্ষক তাকে সহযোগিতা করছেন। এর মধ্যে যারা খুব বেশি সমস্যায়, তাদের একটু বেশি এবং যার সমস্যা কম তাদের ক্ষেত্রে একটু কম আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।’

পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি সারাবাংলা’কে জানান, ‘ইসলামি শরিয়াহর ভিত্তিতে কারা যাকাত এর অর্থ গ্রহণ করতে পারবে তা ঠিক করে ইচ্ছুক শিক্ষকদের যাকাতের অর্থ শিক্ষার্থীদের মাঝে দেবার পরিকল্পনা আছে।’ তবে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে সব কাজ করা যাচ্ছে বলে এর দ্বারা তাদের করোনা সংক্রমণের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন এই শিক্ষার্থী। এ বিষয়ে সহকারি অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল, প্রভাষক মীর মোহাম্মদ আলী ও কামরুল ইসলাম তারেক সংশ্লিষ্ট সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

অস্বচ্ছল শীক্ষার্থীদের পাশে শিক্ষকদের সাহায্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর