Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাঞ্জানিয়ার ন্যাশনাল হেলথ ল্যাবরেটরি প্রধান বরখাস্ত


৫ মে ২০২০ ১২:২২

নভেল করোনাভাইরাস টেস্টে ফল এবং পশুর নমুনা পজিটিভ আসার পর দেশটির ন্যাশনাল হেলথ ল্যাবরেটরি প্রধান এবং মান ব্যবস্থাপককে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় তদন্ত শুরু করা হয়েছে। খবর বিবিসি।

এর আগে, নভেল করোনাভাইরাসের টেস্টিং কিটের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশটির প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি। তিনি টেস্ট সঠিকভাবে হচ্ছে কী না, তা পরীক্ষার্থে গোপনে কয়েকটি ফল ও পশুর নমুনা যেখানে মানুষের নাম ও বয়স উল্লেখ করা হয়েছিল। তাদের ফলাফলও কয়েকটির নেগেটিভ ও কয়েকটি পজিটিভ আসার পর এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

এদিকে, জাবির হামজা নামের একজন ৩০ বছর বয়সীর নমুনা হিসেবে যানবাহনের তেল জমা দেওয়া হলে, করোনা নেগেটিভ আসে। একইভাবে মানুষের নাম দিয়ে একটি কাঁঠাল, একটি পেঁপের নমুনা জমা দিলে সেগুলো করোনা পজিটিভ আসে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত তাঞ্জানিয়ায় মোট আক্রান্ত হয়েছে ৪৮০ জন, মৃত্যু হয়েছে ১৬ জনের এবং সেরে উঠে নিয়মিত জীবনে ফিরে গেছে ১৬৭ জন।

কোভিড-১৯ তাঞ্জানিয়া নভেল করোনাভাইরাস ন্যাশনাল হেলথ ল্যাবরেটরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর