Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে একদিনে সর্বোচ্চ ৭৮৬ জন করোনায় আক্রান্ত, ১ জনের মৃত্যু


৫ মে ২০২০ ১৪:৩৭ | আপডেট: ৫ মে ২০২০ ১৬:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৭৮৬ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জনে গিয়ে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩।

মঙ্গলবার (৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ হাজার ১৮২টি। এর মধ্যে ৫ হাজার ৭৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৮৬ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯২৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২। নতুন মারা যাওয়া ওই পুরুষের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৪০৩ জন।

করোনা আক্রান্ত সর্বোচ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর