Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে: স্লোগানে ডিকাবকে চীনের উপহার


৫ মে ২০২০ ১৬:৫৬

ঢাকা: ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’, স্লোগান নিয়ে করোনাভাইরাস মোকাবিলায় চীন বাংলাদেশকে স্বাস্থ্য সরঞ্জামসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। যার ধারাবাহিকতায় ঢাকায় কর্মরত কূটনৈতিক বিটের প্রতিনিধিদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সদস্যদের জন্য মাস্ক এবং হ্যান্ডস্যানিটাইজার উপহার দিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে মঙ্গলবার (৫ মে) এই উপহার দেওয়া হয়। ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের কাছে এই উপহার সামগ্রী তুলে দেন ঢাকার চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের কর্মকর্তা ফেং ঝিজিয়া ও থার্ড সেক্রেটারি ইয়াং জিয়ানমাও।

চীনা দূতাবাস জানিয়েছে, করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ডিকাব সদস্যদের এই উপহার দেওয়া হয়েছে। ডিকাবকে দেওয়া চীনা দূতাবাসের পক্ষ থেকে উপহারের মধ্যে রয়েছে দুই হাজার মাস্ক ও চার বক্স হ্যান্ডস্যানিটাইজার।

উপহার চীন ডিকাব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর