Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ইনস্টাগ্রামে আপত্তিকর চ্যাটরুমের সন্ধান, স্কুলছাত্র আটক


৫ মে ২০২০ ১৯:০০

ইলাস্ট্রেশন – দ্য কুইন্ট

সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ইনস্টাগ্রামে আপত্তিকর চ্যাটরুম চালানোর অভিযোগে ভারতের দিল্লি থেকে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। এছাড়াও, ওই চ্যাটরুমের সঙ্গে জড়িত আরও ২০ স্কুলছাত্রকে খুঁজছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) এ খবর জানিয়েছে এনডিটিভি।

এর আগে, ইনস্টাগ্রামের বয়েস লকার রুম নামে একটি চ্যাটরুমের কিছু স্ক্রিনশট পোস্ট করেন ভারতের কয়েকজন নেটিজেন। তার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশের সাইবার ক্রাইম ডিভিশন। নারীদের যৌন হয়রানিসহ বিভিন্ন আপত্তিকর কন্টেন্টে সমৃদ্ধ ওই চ্যাটরুম বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে দিল্লি পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির চার পাঁচটি নামকরা স্কুলের শিক্ষার্থীরা মিলে ওই চ্যাটরুম চালিয়ে আসছিল। ওই চ্যাটরুমের মোট সদস্য সংখ্যা ১০০। পুলিশের পক্ষ থেকে ইনস্টাগ্রামের মালিক ফেসবুক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার পর চ্যাটরুমটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো থেকে দেখা যায় দিল্লির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অবলীলায় ওই গ্রুপে ধর্ষণ ও যৌন নীপিড়নের ব্যাপারে তাদের আগ্রহের কথা বলে যাচ্ছে। এমনকি তাদের মেয়ে সহপাঠীদের স্কুলছাত্রদের বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। এছাড়াও, দিল্লির বিভিন্ন স্কুলের নারী শিক্ষার্থীদের নগ্ন ছবি তাদের অনুমতি ছাড়াই ওই চ্যাটরুমে প্রকাশ করতে দেখা গেছে।

অন্যদিকে, ওই চ্যাটরুমে যোগ দিয়ে একজন নারী শিক্ষার্থী তার নিজের আপত্তিকর ছবি আবিষ্কারের পর থেকে এ বিষয়টি আলোচনায় আসে। ওই শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানানোর পর এ নিয়ে তোলপাড় শুরু হয়।

বিজ্ঞাপন

বর্তমানে, মি টু হ্যাশট্যাগের মতো বয়েসলকাররুম হ্যাশট্যাগ ব্যবহার করে ভুক্তভোগীরা তাদের কাহিনী সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তুলে ধরছেন।

ইনস্টাগ্রাম চ্যাটরুম বয়েস লকার রুম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর