সহযোগীসহ ভাড়াটে খুনি গ্রেফতার
৩ মার্চ ২০১৮ ১৪:২৫
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে হানিফ (৩২) নামে এক ভাড়াটে খুনি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। হানিফের বিরুদ্ধে চারটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটানোর তথ্য রয়েছে।
পুলিশ জানিয়েছে শুক্রবার (২ মার্চ) রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে হানিফ ও কুমিল্লা থেকে ফোরকান (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের চট্টগ্রামে নেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো.আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ‘হানিফ একজন পেশাদার ভাড়াটে খুনি। তাকে ভাড়ায় নিয়ে টার্গেট ব্যক্তিকে খুন করানো হয়। কয়েকটি খুনের ঘটনার পর তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে তাকে গ্রেফতার করা গেছে।’
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রুহুল আমিন সারাবাংলাকে জানান, ২০১৬ সালের ৭ এপ্রিল কর্ণফুলী নদীঘাটে শ্রমিক সরবরাহ ও আধিপত্য বিস্তারে খুন হওয়া ইদ্রিস হত্যা মামলার আসামি হানিফ। একই মামলায় ফোরকানও আসামি।
২০১৩ সালে সদরঘাটে শাহজাহান হোটেলের সামনে ছুরিকাঘাত করে গণি হত্যা, মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে ঢুকে মামুন নামে এক যুবককে হত্যা এবং ২০১৬ সালের মার্চে জাহিদ নামে একজনকে খুনের মামলার আসামি হানিফ।
পুলিশের উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ জানিয়েছেন, নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি জোড়াখুনের ঘটনায়ও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
সারাবাংলা/আরডি/এমএইচ/একে