Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ মে পর্যন্ত সকল ফ্লাইট বন্ধ থাকবে


৫ মে ২০২০ ২৩:১৭

ঢাকা: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সকল ফ্লাইট আগামী ১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (৫ মে) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

তিনি জানান, প্রথমেত ফ্লাইট বন্ধের সময়সীমা ৭ মে পর্যন্ত ছিল সেটা এখন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। এ নিষেধাজ্ঞা আগের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকের সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ১৬ মে বর্ধিত করা হলো।

তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

১৬ মে টপ নিউজ বিমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর