Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে চিকিৎসক-পুলিশসহ করোনায় আক্রান্ত ৬


৫ মে ২০২০ ২৩:৩৫

চট্টগ্রাম ব্যুরো: গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ছয় জনের শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন চিকিৎসক এবং একজন পুলিশ কনস্টেবল আছেন। এছাড়া পুরনো একজন রোগীর দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ মে) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডিতে) ২৩৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সারাবাংলাকে জানিয়েছেন, ২৩৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের পুরনো একজনসহ সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন চিকিৎসক আছেন।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ৪২ বছর বয়সী একজন পুরুষ, নগরীর কাঠগড় এলাকার ২৩ বছরের নারী, দামপাড়ার ৩৮ বছরের পুরুষ, পাঁচলাইশ নাসিরাবাদের ৩৮ বছরের এক নারী, নন্দনকানন এলাকার ৩৪ বছরের এক পুরুষ এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ বছর বয়সী এক নারী আছেন।

আক্রান্তদের মধ্যে নন্দনকাননের পুরুষ এবং নাসিরাবাদের নারী পেশায় চিকিৎসক বলে জানিয়েছেন শাহরিয়ার কবির।

সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে জানান, দামপাড়ায় শনাক্ত হওয়া ব্যক্তি ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত কনস্টেবল। তিনি নগরীর দেওয়ানহাটে বাসায় থাকেন। গত ২৮ এপ্রিল তাকে ফৌজদারহাটে ফিল্ড হসপিটালে ভর্তি করা হয়।

এ নিয়ে চট্টগ্রামে ১৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে একজন র‌্যাবের চট্টগ্রাম জোনে কর্মরত আছেন। পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শুরু হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটি- সিভাসুতে শুরু হয়েছে ২৫ এপ্রিল।

চট্টগ্রামে এ পর্যন্ত চার হাজার ৪৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৭৯ জনের।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার ১১৬ জন, যার মধ্যে বাইরের জেলা থেকে আসা পাঁচজনও আছেন। মারা গেছেন আট জন।

করোনা টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর