Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার কী করেছে বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার নেই’


৬ মে ২০২০ ১৬:৪০

ওবায়দুল কাদের | ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কী করেছে বা করছে তা বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার নেই। সরকারের ভুল হলে তা সংশোধনের পরামর্শ দিন। ভুল সংশোধনের গঠনমূলক পরামর্শ আর যে কোনো যুক্তিগ্রাহ্য পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচকভাবেই দেখেন।

বুধবার (৬ মে) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ সব কথা বলেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর। বিএনপিকে গণমাধ্যমেই আসলে বাঁচিয়ে রেখেছে। সরকার অনেক বেশি টেলিভিশনের অনুমতি দিয়েছে বলেই অস্তিত্ব প্রকাশের সুবর্ণ সুযোগ পেয়েছে। টেলিভিশন না থাকলে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে আরও গুরুত্বহীন হয়ে পড়ত। আসলে গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আজ আপনাকে জিজ্ঞেস করতে চাই, আজ আমাদের চাইতেও পৃথিবীর অনেক দেশে করোনা ভয়ঙ্কররূপে আবির্ভূত হয়েছে। এ সব দেশের কোনো একটি দেশে কি আপনি দেখাতে পারবেন এ সব দেশের কোনো একটি দেশে রাজনৈতিক দলগুলো নিয়ে টাস্কফোর্স গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ এসব দেশে শুধুমাত্র ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স গঠিত হয়েছে।

‘সরকার কী করেছে বা করছে তা বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার নেই। টাস্কফোর্স, ইকোনমি প্রেস্টিজিয়াস আন্তর্জাতিক সাময়িকীতে শেখ হাসিনার নেতৃত্ব এবং তার সরকারের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। শেখ হাসিনা প্রচারে বিশ্বাসী নয়, তিনি কাজে বিশ্বাসী। সরকারের ভুল হলে তা সংশোধনের পরামর্শ দিন। ভুল সংশোধনের গঠনমূলক পরামর্শ আর যে কোনো যুক্তিগ্রাহ্য পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচকভাবেই দেখেন।’

বিজ্ঞাপন

‘‘এই সংকটেও আমরা দেখতে পাচ্ছি, বিএনপির রাজনীতি নেতিবাচকতার বৃত্তে আবর্তিত হচ্ছে।’ বিএনপিকে আবারও দেশের এ সংকটে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’
করোনা চিকিৎসার জন্য বসুন্ধরা গ্রুপ হাসপাতাল নির্মাণ করে মানবিক সেবায় এগিয়ে আসার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তিনি।

এ ছাড়াও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়কে আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের

ঢাকা-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

আওয়ামী লীগ ওবায়দুল কাদের করোনা করোনাভাইরাস বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর