Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিপিই ও সার্জিক্যাল মাস্কে কর অব্যাহতি


৬ মে ২০২০ ১৯:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক (ফেস মাস্কসহ) উৎপাদক, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) এ কর অব্যাহতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দীন স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

সেই নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে বৈশ্বিক এ মহামারি প্রতিরোধে আমদানি পর্যায়ে পিপিইসহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে সমুদয় শুল্ক কর অব্যাহতি প্রদান করা হলো।

বিজ্ঞাপন

আরও বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসা প্রদানের জন্য ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট সবার মানসম্মত পিপিই ও সার্জিক্যাল মাস্ক পরিধান করতে হবে। তা ছাড়া, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আগামী দিনগুলোতে দেশে প্রচুর পরিমাণে পিপিই ও সার্জিক্যাল মাস্কের প্রয়োজন হতে পারে। যা এ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ অবস্থায় উৎপাদক, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো।

কর টপ নিউজ পিপিই সার্জিক্যাল মাস্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর