Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইবেরিয়ায় খনি ধস, ৫০ জনের মৃত্যু


৬ মে ২০২০ ১৯:৫৭

লাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কেপ মাউন্ট কাউন্টিতে খনি ধসের ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। লাইবেরিয়ার জুনিয়র ক্রীড়া মন্ত্রী মিলিয়াস শেরিফের বরাতে বুধবার (৬ মে) এ খবর জানিয়েছে এএফপি।

লাইবেরিয়ার ওই মন্ত্রী বার্তাসংস্থা এএফপি’কে বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনা উপদ্রুত অঞ্চল থেকে ইতোমধ্যে ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধসে পড়া খনির ভেতরে এখনও কেউ নিখোঁজ আছেন কি না – তা দেখতে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল।

এদিকে লাইবেরিয়া প্রেসিডেন্টের মুখপাত্র স্মিথ তোবে বলেন, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কয়েকটি সূত্র জানিয়েছে, ওই দুর্ঘটনায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, খনিজ সম্পদে সমৃদ্ধ লাইবেরিয়াতে খনি ধস খুব স্বাভাবিক ঘটনা। লাইবেরিয়াতে দীর্ঘ গৃহযুদ্ধের পর ইবোলা মহামারিতে ব্যাপক প্রাণহানি হয়।

খনি ধস মৃত্যু লাইবেরিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর